আল রাজি ব্যাংক টাকার রেট কত?

সৌদি আরবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংকের নাম হল আল রাজি ব্যাংক। এবার এই ব্যাংকের মাধ্যমে আপনি যদি লেনদেন করেন সেক্ষেত্রে আল রাজি ব্যাংক টাকার রেট কত হতে পারে, সেই সম্পর্কে তথ্য জেনে নেয়ার দরকার থাকে।

এক্ষেত্রে আপনি যদি সৌদি আরবের জনপ্রিয় ব্যাংক হিসেবে কিংবা একটি ইসলামিক ব্যাংক হিসেবে আল-রাজী ব্যাংক রেট সংক্রান্ত তথ্য জেনে নিতে চান, তাহলে সেটি সংক্রান্ত তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন।

সেজন্য আর দেরি না করে এখনই এই আর্টিকেল থেকে আল-রাজী ব্যাংক টাকার রেট সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেয়া যাক।

আল রাজি ব্যাংক টাকার রেট

সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী আল রাজি ব্যাংক টাকার রেট হিসেবে, বর্তমান সময়ে যে রেট রয়েছে, সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে জেনে নিতে পারেন।

EXCHANGE RATES

CurrencySellingBuyingCurrency Notes
TTTTODSellingBuying
 1 US DOLLARUSD4.45054.34054.3305N/AN/A
 1 AUSTRALIAN DOLLARAUD3.00272.92772.9177N/AN/A
 1 BRITISH POUND DOLLARGBP5.53885.43885.4288N/AN/A
 1 EUROPEAN EUROEUR4.85514.75514.7451N/AN/A
 1 SINGAPORE DOLLARSGD3.34763.27763.2676N/AN/A
 100 HONG KONG DOLLARHKD57.5054.5054.30N/AN/A
 100 INDONESIAN RUPIAHIDR0.03150.0280N/AN/AN/A
 100 JAPANESE YENJPYN/AN/AN/AN/AN/A
 100 SAUDI RIYALSAR119.69114.69114.19N/AN/A
 100 A.E DIRHAMAED123.67115.67N/AN/AN/A
 100 NEPALESE RUPEENPRN/AN/AN/AN/AN/A
 100 PHILIPPINE PESOPHP8.27857.9785N/AN/AN/A
 100 BANGLADESH TAKABDT4.21564.1256N/AN/AN/A
 100 CHINESE RENMINBIRMB65.1462.64N/AN/AN/A

উপরে যে তথ্যটি দেয়া হয়েছে সেটি হলো সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী সৌদি আরবের জনপ্রিয় ব্যাংক আল-রাজী ব্যাংক এক্সচেঞ্জ রেট হিসেবে যে রেট বরাদ্দ রয়েছে সে সংক্রান্ত তথ্য।

সৌদি আরবের এই জনপ্রিয় ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণ করার ক্ষেত্রে যেকোনো দেশে আপনি আপনি যে রেট পেতে পারেন, সেই সংক্রান্ত তথ্য উপরে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এবার আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, যেহেতু পৃথিবীর অন্যতম কয়েকটি দেশের এই সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে, সেজন্য আপনি সেই সমস্ত দেশের রেট সম্পর্কে জেনে নিতে পেরেছেন।

অন্য দেশের টাকার রেট

এছাড়া অন্যান্য দেশের আজকের টাকার রেট সংক্রান্ত তথ্য আপনি যদি জেনে নিতে চান, তাহলে সেই সংক্রান্ত তথ্য জেনে নিতে চাইলে নিম্নলিখিত আর্টিকেলগুলো দেখে নিতে পারেন।

দেশের নামরেট
কাতারকাতার মুদ্রা রেট
মালয়েশিয়ামালয়েশিয়া মুদ্রার রেট
সৌদি আরবসৌদি আরব মুদ্রা রেট
দুবাইদুবাই মুদ্রা রেট
ডলারডলার মুদ্রা রেট

উপরে যে সমস্ত আর্টিকেলে লিংক দেয়া হয়েছে সমস্ত লিংকে ভিজিট করার মাধ্যমে এখানে দেয়া নির্দিষ্ট দেশের মুদ্রার রেট সংক্রান্ত তথ্য সম্পর্কে অবগত হতে পারেন।

আল-রাজী কোন দেশের ব্যাংক?

আল রাজী হল সৌদি আরবের একটি অন্যতম ইসলামিক ব্যাংক। এই ব্যাংকটি পৃথিবীর অন্যতম একটি প্রভাবশালী ব্যাংক হিসেবে পরিচিত।

অর্থাৎ এই ব্যাংকের মাধ্যমে আপনি পৃথিবীর যেকোন দেশে টাকা প্রেরন করতে পারবেন। এবং সেই সমস্ত দেশের এক্সচেঞ্জ রেট সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন।

এই ব্যাংকে প্রধানত কি রকমের কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে?

যেহেতু এটি একটি ব্যাংক সেজন্য সাধারণ একটি ব্যাংকে যে রকমের কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে, এই ব্যাংকে এক রকমের কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।

অর্থাৎ এই ব্যাংক থেকে আপনি চাইলে টাকা প্রেরন করতে পারবেন, টাকা জমা রাখতে পারবেন কিংবা ব্যাংকিং রিলেটেড আরো যে সমস্ত কার্যক্রম রয়েছে, প্রত্যেকটি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এক কথায় বলতে গেলে এটা বলতে হবে, যে কোন একটি ব্যাংকে যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করা যায় আল-রাজী ব্যাংকে আপনি সেই সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

আল রাজি ব্যাংক টাকার রেট কত হতে পারে কিংবা সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী আল-রাজী ব্যাংকের এক্সচেঞ্জের কেমন হবে, সেই সংক্রান্ত তথ্য উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

আশা করি, আল রাজি ব্যাংক টাকার রেট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top