আপনার কাছে যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট দিয়ে আপনি যদি আকামা চেক করে নিতে চান অর্থাৎ সহজভাবে বলতে গেলে পাসপোর্ট দিয়ে আকামা চেক করার যে নিয়ম রয়েছে সেটি আসলে কি?
অথবা আপনি কি আসলেই পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক করতে পারবেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই আর্টিকেল থেকে জেনে নিতে সক্ষম হবেন।
Contents
পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম
আপনি যদি পাসপোর্ট দিয়ে আকামা চেক করে নিতে চান তাহলে আপনি চাইলে ভিন্ন কয়েকটি দেশের আকামা চেক করে নিতে পারবেন৷ আজকের আর্টিকেলে এরকম কিছু দেশ সম্পর্কে আলোচনা করা হবে সেই সমস্ত দেশের আকামা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নেয়া যায়।
তাহলে আর দেরি না করে এখনই আর্টিকেলটি শুরু করা যাক।
পাসপোর্ট দিয়ে সৌদি আকামা চেক করার নিয়ম
আপনার কাছে যদি বাংলাদেশি পাসপোর্ট কিংবা যে কোন দেশের পাসপোর্ট থাকে থাকে এবং আপনি যদি সেই পাসপোর্ট ব্যবহার করার মাধ্যমে সৌদি আকামা চেক করে নিতে চান, তাহলে সেই কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন।
পাসপোর্ট দিয়ে সৌদি আকামা যাচাই করে নেয়ার জন্য সর্বপ্রথম নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।
যখনই আপনি উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন তখন নিম্নলিখিত স্ক্রিনশট এর মত একটি পেজ দেখতে পারবেন। যেই পেইজে আপনার হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে তথ্য ফিলাপ করে নিতে হবে।
অর্থাৎ পাসপোর্ট নাম্বার দিয়ে যেহেতু আপনি আকামা যাচাই করে নিবেন সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট নাম্বার যথাযথ স্থানে বসিয়ে দিতে হবে এবং তারপরে এখান থেকে আপনার জাতীয়তা সিলেক্ট করে, রিক্যাপচা বসিয়ে দিলে পাসপোর্ট দিয়ে সৌদি আরবের আকামা যাচাই করে নিতে পারবেন।
আর উপরে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আকামা চেক করে নেয়ার কাজ সম্পন্ন করা যায়।
আরো কিছু দেশে পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম
এছাড়াও আপনি যদি আরো কিছু দেশের জন্য পাসপোর্ট দিয়ে কিংবা আপনার কাছে যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বার দিয়ে আকামা যাচাই করে নিতে চান, তাহলে তার জন্য ব্যবস্থা রয়েছে।
নিম্নে বর্ণিত যে তথ্য রয়েছে সেখান থেকে আপনি যে দেশে বর্তমানে বসবাস করছেন, সেই দেশের আকামা যাচাই করে নিন।
দেশের নাম | আকামা চেক করার লিংক |
---|---|
সৌদি আরব | এখানে ক্লিক করুন |
কাতার | এখানে ক্লিক করুন |
কুয়েত | এখানে ক্লিক করুন |
ইউএই (দুবাই) | এখানে ক্লিক করুন |
বাহরাইন | এখানে ক্লিক করুন |
উপরে যে টেবিল তুলে ধরা হয়েছে সেখানে কিছু দেশের নাম এবং একই সাথে সেই দেশে আকামা যাচাই করে নেয়ার যে লিংক রয়েছে সেই লিংক তুলে ধরা হয়েছে।